Ajker Patrika

জেলায় আরও তিনজনের দেহে করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ২৭
জেলায় আরও তিনজনের দেহে করোনা শনাক্ত

জেলায় আরও তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা থেকে গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ শনাক্ত হয়। এই সময়ে কেউ মারা যাননি। গতকাল শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ওই ২৪ ঘণ্টায় ৬৬২ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ৬ হাজার ২০ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ৫ হাজার ২৪ জনের। এর মধ্যে ৩৯ হাজার ১১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯১০ জন। আর মারা গেছেন ৯৫৪ জন।

এদিকে গত ওই ২৪ ঘণ্টায় বিদেশগামী ২৯৩ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে একজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত