Ajker Patrika

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ৪

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ৩১
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ৪

যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়ন পরিষদে (ইউপিতে) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় একজন ছুরিকাহতসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার ছিল নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদে আসেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান। এ সময় একই ওয়ার্ডের পরাজিত প্রার্থী আব্দুল মাজেদের সঙ্গে তাঁর সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আব্দুল মাজেদকে মুজিবারের লোকজন চাকু মারেন।

আহত আব্দুল মাজেদের ভাই আব্দুল হাসেম বলেন, ‘মুজিবুর রহমানের সমর্থক আলমগীর হোসেন তাঁর ভাইয়ের পেটে চাকু মেরেছে। এ সময় ছাত্রলীগ নেতা হেদায়েত খান, আবুল কালাম ও হাসানসহ ৭/৮ জন তাঁদের আরও তিনজনকে মারধর করে আহত করেন। আলমগীর হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।’

ইউপি সদস্য মুজিবর রহমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আমার সঙ্গে আব্দুল মাজেদ প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ নিয়ে একটি মামলাও হয়েছে, যা তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় পরিষদের অনুষ্ঠানে এলে মাজেদ ও তাঁর লোকজন আমার ওপর চড়াও হন। একপর্যায়ে পরিষদের উপস্থিত লোকজন আমাকে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে রক্ষা করেন।’

মজিবুর আরও বলেন, ‘পরিষদে আসার পরপরই অনুষ্ঠান শুরুর আগে তাঁর কাছে পরাজিত আবদুল মাজেদের ভাই আবদুল হাসেম, শামীমসহ ৬/৭ জন আমার ওপর হামলা করেন।’

আবদুল মাজেদ বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাভারন পুরাতন বাজারের ব্যবসায়ী আওরঙ্গজেব বলেন, ‘সংঘর্ষের পর ইউপি সদস্য মজিবুর রহমানের লোকজন বাজারে চারটি দোকান ভাঙচুর করেছে।’

নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে সংঘর্ষ বাঁধে। তখন অতিথিরা কেউ এসে পৌঁছাননি।’

ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘এ সময় সদস্য মুজিবরের ওপর অতর্কিত হামলা করে বিজিত প্রার্থী আবদুল মাজেদসহ তাঁর লোকজন।’

ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘একপর্যায়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আবদুল মাজেদ কয়েকসহ কয়েকজন আহত হয়েছেন। অনুষ্ঠানের সরঞ্জাম ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটে।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘আমি নির্বাচনের দায়িত্বে বাইরে আছি। তবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত