Ajker Patrika

ক্লাবঘরে ইউপি ভোট

মিজান মাহী, দুর্গাপুর
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪৮
ক্লাবঘরে ইউপি ভোট

দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত একটি ছোট্ট গ্রাম কিসমত হোজা। গ্রামটিতে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। নেই কোনো বহুতল ভবন বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাই বছরের পর বছর ধরে এই গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে আসছেন স্থানীয় যুবকদের গঠন করা কিসমত হোজা যুব সংঘ ক্লাবের টিনশেডের একটি ঘরে।

গতকাল পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ওই গ্রামের বাসিন্দারা ভোট দিলেন যুব সংঘ ক্লাবের অস্থায়ী ভোটকেন্দ্রে। উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের কিসমত হোজা গ্রামে দেড় শতাধিক পরিবারের বসবাস।

গতকাল ওই গ্রামের রাস্তার ধারের কিসমত হোজা যুব সংঘ ক্লাবের টিনশেডের একটি ঘরে ভোট গ্রহণ চলতে দেখা যায়। ক্লাব ঘরটির ভেতরে করা হয়েছে তিনটি বুথ।

ভোট দিতে অপেক্ষমাণ গৃহবধূ সরিফা বেগম বলেন, গ্রামে স্কুল কলেজ বা বড় কোনো স্থাপনা নেই। তাই ভোট হয় অস্থায়ী কেন্দ্র, ক্লাব ঘরে।

ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা রুবেল রানার বলেন, ওয়ার্ডে ভোটার সংখ্যা কম। মাত্র ৮১২ জন ভোটার। গ্রামে কোনো স্কুল-কলেজ না থাকায় এলাকার যুবকদের তৈরি করা ক্লাব ঘরে ভোট হলো। ঘরটি কাপড় দিয়ে সাজানো হয়েছিল। ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত