Ajker Patrika

বর্ষবরণে দোয়া মাহফিল

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ৪৮
বর্ষবরণে দোয়া মাহফিল

যশোরের অভয়নগরে নতুন বছরে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য দোয়া মাহফিলের মাধ্যমে খ্রিষ্টিয় নববর্ষ পালনের খবর পাওয়া গেছে।

শুধু দোয়া মাহফিল নয়, চার শতাধিক যুবকদের নিয়ে মাদক ও সন্ত্রাসের অপকারিতা সম্পর্কে আলোচনাও করা হয় অনুষ্ঠানে।

উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে বর্ণমালা ই-স্কুল মাঠে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল শুক্রবার রাত ১০টায়। এ ঘটনায় উপজেলাব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের উদ্যোগে নববর্ষকে ভিন্ন আঙ্গিকে উদ্‌যাপন করা হয়। সারা পৃথিবীর মানুষ এ দিনে আলোকসজ্জা, আতশবাজি ফুটিয়ে ইংরেজি নববর্ষ উদ্‌যাপন করেন।

অথচ এই দিনে বর্ণমালা ই-স্কুল মাঠ প্রাঙ্গণে নতুন বছরে চার শতাধিক যুবকদের নিয়ে মাদক ও সন্ত্রাসের অপকারিতা সম্পর্কে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইব্রাহীম হোসেন বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আল নুর, আওয়ামী লীগ নেতা খন্দকার ইকবাল হোসেন, অভয়নগর শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মারফ হোসেন, ডা. আনোয়ার হোসেন, শিক্ষক তাজমিনুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান খন্দকার, মো. ইমরান হোসেন বিশ্বাস, অর্ক বিশ্বাসসহ ছাত্রলীগ, যুবলীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলা উদ্দিন। দোয়া শেষে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

ব্যতিক্রমী এই অনুষ্ঠান নিয়ে উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত