Ajker Patrika

বরিশালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮: ৫৮
বরিশালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

পবিত্র রমজান উপলক্ষে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। বরিশালের বিভিন্ন এলাকায়ও এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল রোববার বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে।

বরিশাল নগর: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন।

উজিরপুর: বিএনখান ডিগ্রি কলেজ মাঠে গতকাল রোববার সকাল ১০টায় পৌরসভার ৯টি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সাংসদ মো. শাহে আলম। এ সময় উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারির সভাপতিত্বে ও কাউন্সিলর হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুসহ অন্যরা।

বাবুগঞ্জ: বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ থানা ঈদগাহ মাঠে গতকাল রোববার দুপুরে টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন হয়। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত