Ajker Patrika

‘মানবসেবা করেন তিনি টাকা নেয় জিন’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৭
‘মানবসেবা করেন তিনি টাকা নেয় জিন’

জিনের মাধ্যমে তিনি পারিবারিক সব সমস্যার সমাধান করেন। এ জন্য তাঁকে কোনো টাকা দিতে হয় না। কিন্তু জিনের পরিধানের জন্য দিতে হয় লাখো পাঞ্জাবি ও টুপি। এ ধরনের গল্পের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বেদে সম্প্রদায়ের মো. রবিউল হোসেন। তাঁকে গ্রেপ্তারের পর গতকাল রোববার দুপুরে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-১১-এর সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, মো. রবিউল হোসেন নিজেকে জিনের কবিরাজ বলে পরিচয় দিতেন। তাঁর প্রতারণায় সর্বস্ব হারিয়েছে অনেক পরিবার। তিনি ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করতেন। এরপর মোবাইল ফোনে যোগাযোগ করে ফাঁদে ফেলতেন। এ ক্ষেত্রে প্রবাসীদের স্ত্রীকে টার্গেট করতে বেশী।

প্রতারণার স্বীকার এক প্রবাসীর স্ত্রী সম্প্রতি র‍্যাব-১১-এর সিপিসি-২-এর কুমিল্লার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‍্যাব।

ভুক্তভোগী নারী চাঁদপুরের কচুয়া থানার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছর অপরিচিত নম্বর থেকে কল আসে। রিসিভ করলে অপর প্রান্ত থেকে জিনের কবিরাজ পরিচয় দিয়ে পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ফোনে যোগাযোগের মাধ্যমে ওই নারীর আস্থা অর্জন করেন অভিযুক্ত। পরে ওই নারী প্রবাসী স্বামীর শারীরিক সমস্যার সমাধান চাইলে জিনদের জন্য এক লাখ পাঞ্জাবি ও টুপি দাবি করা হয়। এসব না দিলে স্বামী-সন্তান মারা যাওয়ার ভয় দেখানো হয়।

এভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন ধাপে ৫ লাখ ৫১ হাজার টাকা হাতিয়ে নেন অভিযুক্ত। পরে প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে র‍্যাব কার্যালয়ে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব তদন্ত চালিয়ে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিনের কবিরাজ মো. রবিউল হোসেনকে গ্রেপ্তার করে।

র‍্যাব আরও জানায়, মো. রবিউল হোসেনের লক্ষ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের সহজ-সরল স্ত্রীদের ফাঁদে ফেলা। তিনি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় (বেদে পল্লী) গ্রামের বাসিন্দা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত