Ajker Patrika

ইউপি সদস্যের স্ত্রী-সন্তানদের নাম শ্রমিকের তালিকায়

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৭: ০৩
ইউপি সদস্যের স্ত্রী-সন্তানদের নাম শ্রমিকের তালিকায়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে শ্রমিকের তালিকায় তাঁদের স্ত্রী-সন্তানদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। কাজ না করলেও তাঁদের নামে বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আশরাফ আলী নামে অপর এক ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় উপজেলার নওগাঁ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম হাসান গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য চারটি প্রকল্পের দায়িত্ব পান। ইউপি সদস্য শামীম হাসান শ্রমিকের তালিকায় তাঁর স্ত্রী সাবিনা খাতুনের নাম দেন। ইউপি সদস্য মজিবর রহমান নাম অন্তর্ভুক্ত করেন ভাই আছাব আলী প্রামাণিক, ছেলে আব্দুল লতিফ ও লেখন আলী, গ্রাম আদালতে কর্মরত আনোয়ার হোসেন এবং ব্যবসায়ী সামাদ আলীর নাম। প্রকল্পে কোনো কাজ না করলেও তাঁদের পারিশ্রমিকের টাকা তুলে নেওয়া হয়েছে।

অভিযোগকারী ইউপি সদস্য আলী আশরাফ বলেন, ‘ওই দুজন ইউপি সদস্য নিজেদের লোকজন তালিকায় অন্তর্ভুক্ত করায় প্রকৃত হতদরিদ্র তালিকা থেকে বাদ পড়েছেন। এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. মজিবর রহমান বলেন, ‘কিছুটা অনিয়ম হয়েছে। বিভিন্ন খরচ লাগে এ জন্য এটা করা হয়েছে।’

জানতে চাইলে একই কথা বলেন ইউপি সদস্য শামীম হাসান।

তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূর মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ। সংগত কারণে যাচাই করার সুযোগ থাকে কম। যেহেতু এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত