Ajker Patrika

রেলওয়ে প্রকল্পের এক শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ১২
রেলওয়ে প্রকল্পের এক শ্রমিক নিহত

যশোরে পদ্মা রেলওয়ে প্রকল্পের কাজ করার সময় এক শ্রমিক ২০ ফুট উঁচু পিলারের ওপর থেকে পড়ে মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭ টারদিকে সদর উপজেলার ঘুনি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ওই শ্রমিক মো. মতিয়ার রহমান অভয়নগর উপজেলার বলরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানান, সকালে মতিয়ার রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, নিহত মতিয়ার রহমান পদ্মা রেলওয়ে প্রকল্পের ২ নম্বর ডিভিশনের ৫ নম্বর ইউনিটের ১৫৬ নম্বর চেইনিজ পয়েন্টে নির্মাণের কাজ করছিলেন। এ সময় তিনি প্রায় ২০ ফুট উঁচু পিলারের ওপর থেকে যশোর-খুলনা মহাসড়কের উপর পড়ে যায়। তাঁর মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত