Ajker Patrika

প্রায় ২ লাখ ‘ফ্যামিলি কার্ড’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১২: ২৯
প্রায় ২ লাখ ‘ফ্যামিলি কার্ড’

সিলেটে টিসিবির পণ্য কিনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ১ লাখ ৮২ হাজার ৩৬৩টি পরিবারকে আনা হয়েছে। এই কার্ডধারীরাই আজ রোববার থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন। এর বাইরে কেউ টিসিবির নির্ধারিত ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন না।

গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক মো. মজিবর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সিলেট সিটি করপোরেশন এলাকায় ৪৫ হাজার ও জেলার ১৩ উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ৩৬৩টি উপকারভোগী পরিবারকে ফ্যামিলি কার্ড-এর আওতায় আনা হয়েছে। এসব পরিবারের মাঝে ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করা হবে।

তিনি বলেন, প্রথম দিন ৩৭ হাজার ৫০০টি পরিবারের মধ্যে কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি হবে। সিলেট সিটি করপোরেশনের ১৪ ওয়ার্ডের ১৮টি স্থানে এবং উপজেলা পর্যায়ে ৪৪টি স্থানে টিসিবির নির্ধারিত ট্রাকে পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে সব ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে পণ্য বিক্রি হবে। সিটি করপোরেশন এলাকায় প্রত্যেক ওয়ার্ডে একটি করে তদারকি টিম মাঠে থাকবে। এ ছাড়া প্রতিটি উপজেলায় একটি করে তদারকি টিম সার্বক্ষণিক মনিটরিং করবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কার্ডধারী পরিবারের মধ্যে রমজানের আগে দুই দফায় টিসিবির পণ্য বিক্রি করা হবে। কোনো অবস্থাতেই এক কার্ড দিয়ে একাধিক ব্যক্তি পণ্য কিনতে পারবেন না। প্রতিটি কার্ডে দুটি অংশ রয়েছে। একটি উপকারভোগীর হাতে থাকবে অন্যটি ডিলারের কাছে থাকবে। পণ্য ক্রয়ের পর ডিলারের স্বাক্ষর দিয়ে চিহ্নিত করে রাখার সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত