Ajker Patrika

দুর্গাপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ৪১
দুর্গাপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ইসরাইল হোসেন নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠছে।

ইসরাইল হোসেন ঝালুকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঝালুকা গ্রামের ইউপি সদস্য।

গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝালুকা গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে আহত ইউপি সদস্য ইসরাইলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য ইসরাইল হোসেন রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রাকিবুল ও সাকিব অতর্কিত তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন প্রতিপক্ষের লোকেরা। ঘটনার সময় ইউপি সদস্যকে উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী দুজন পালিয়ে যান। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ইউপি সদস্যে ইসরাইল হোসেন মোবাইল ফোনে বলেন, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুজন তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছেন। এতে তাঁর ডান হাতের কবজি ও হাতের কনুই কেটে গেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।

এসআই বিনয় কুমার আরও বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত