Ajker Patrika

রায়পুরা বাজারের পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ২১
রায়পুরা বাজারের পাঁচ প্রতিষ্ঠানকে  জরিমানা

নরসিংদীর রায়পুরায় জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়পুরা বাজারে এই অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়পুরা বাজারে কাচ্চি ঘরকে অননুমোদিত রং ব্যবহার করায় পাঁচ হাজার টাকা, ভূঁইয়া ফার্মেসিকে মেয়াদ বিহীন ওষুধ বিক্রয়ের দায়ে আট হাজার টাকা, মধুময় মিষ্টি ঘরকে মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় এবং খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণ করায় পাঁচ হাজার টাকা, আদি রমণী মোহন মিষ্টি ঘরকে মাছিযুক্ত মিষ্টি বিক্রয়ের জন্য চার হাজার টাকা ও রায়পুরা ক্রাউন ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারকে কিচেনে খোলা ময়লায় পাত্র রাখায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে মূল্য তালিকা প্রদর্শন, ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা, খাদ্যদ্রব্যের নিরাপদতা ও পণ্যের গুণগত মান নিশ্চিতে করনীয় সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত