Ajker Patrika

টিকা নিতে গায়ে গা লাগিয়ে সারি শিক্ষার্থীদের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২১
টিকা নিতে গায়ে গা লাগিয়ে সারি শিক্ষার্থীদের

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হয়েছে। টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেখা যায়, দ্বিতীয় ডোজের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মানা হয়নি। শিক্ষার্থীদের ছিল উপচে পড়া ভিড়। ছিল না সামাজিক দূরত্ব। অনেকে মুখে ছিল না মাস্ক।

মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল আলম বলেন, এক সঙ্গে চারটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। প্রায় এক হাজার শিক্ষার্থী এসেছে টিকা দিতে। তার জন্যই একটু ভিড়। দুটি স্কুলের শিক্ষার্থীদের এক সঙ্গে করে দিলে এত ভিড় হতো না।

মাহমুদপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী রিফাত বলেন, ‘স্বাস্থ্যবিধি একটুও নেই। ৩ ফুট দূরে দূরে থাকার কথা থাকলেও তিন ইঞ্চিও ফাঁকা নেই। কিছু কিছু শিক্ষার্থী স্বাস্থ্যবিধি না মেনে ধাক্কাধাক্কি করছে।

এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার মেয়েকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য এসেছি। দীর্ঘ লাইন। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) প্রভাষ বলেন, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবুও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি কঠিন হয়ে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রফিকুল হক বলেন, শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই টিকা দিয়ে শেষ করতে বলেছে সরকার। আমরাও চাই স্বাস্থ্যবিধি মানাতে। আমরা যদি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থীদের টাকা দেই। তাহলে এক বছর সময় লেগে যাবে। আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কেন্দ্র করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত