Ajker Patrika

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাকাল মানুষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাকাল মানুষ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’- এর প্রভাবে সারা দেশের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘরের বাইরে বের হতে না পারায় বিপাকে পড়েছেন রিকশা-ভ্যানচালক ও দিনমজুরেরা। এদিকে, টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীদের।

কথা হলে ব্যাটারিচালিত অটো ভ্যানচালক সানোয়ার হোসেন জানান, দুই দিন যাবৎ বৃষ্টির কারণে তেমন একটা কাজ নেই। মানুষজন ঘরের বাইরে বের হতে পারছেন না। রাস্তায় পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অটো ভ্যানের যন্ত্রাংশ। আয় কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে পড়েছেন বলে জানান তিনি।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) এ অবস্থার উন্নতি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত