Ajker Patrika

মতলবে ১৬ হাজার লিটার ডিজেল জব্দ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১: ১৪
মতলবে ১৬ হাজার লিটার ডিজেল জব্দ

চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের যৌথ অভিযানে ১৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার দশানী গ্রামের মেঘনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে মেঘনা নদীর তীরে অবৈধভাবেভাবে বিভিন্ন জাহাজের ডিজেল সংগ্রহ করে বিক্রি করা হয়। এ জন্য গত মঙ্গলবার অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কোস্ট গার্ডের চাঁদপুর আঞ্চলিক স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভোর থেকে অভিযানে নামেন উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের মোহনপুর ইউনিট। অভিযান চলে সকাল ১০টা পর্যন্ত। এ সময় ১৫ হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। জব্দ ডিজেল কোস্ট গার্ডের হেফাজতে দেওয়া হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, ‘অভিযান পরিচালনা করে আমরা ১৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ১৫ হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছি। যে কোন অবৈধ জিনিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আইনের বাইরে কোন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত