Ajker Patrika

পদ্মা সেতু নিয়ে দেয়াল লিখন ও ছবি প্রদর্শনী

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৪: ১৬
পদ্মা সেতু নিয়ে দেয়াল লিখন ও ছবি প্রদর্শনী

‘পদ্মা সেতু দেয়ালে খেয়ালে’ এই প্রতিপাদ্যে পদ্মা সেতুর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে শরীয়তপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্মুক্ত দেয়াল লিখন ও ছবি প্রদর্শনী। সেতুর ৪২ পিলারের সঙ্গে সমন্বয় করে ৪২ জন শিক্ষার্থী পদ্মা সেতু নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়াও ৪১টি স্প্যানের সঙ্গে মিল রেখে উন্মুক্ত দেয়ালে শিক্ষার্থীদের আঁকা ৪১টি পদ্মা সেতুর ছবি প্রদর্শন করা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের ভাবনা ও পদ্মা সেতুর ছবি সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন পর্যন্ত। । ওই দিন বিকেলে প্রদর্শনীতে স্থান পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করবে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান দেয়াল লিখন ও ছবি প্রদর্শনীর এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন। পদ্মা সেতুতে যাতায়াতে কেমন হবে, কী কী সুবিধা পাবে দেশের মানুষ এসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা তাদের ভাবনা কথা তুলে ধরেছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তামান্না রহমান বলেন, ‘পদ্মা সেতু নিয়ে নিজের ভাবনা তুলে ধরার সুযোগ পেয়েছি। সেতুকে নিয়ে শিক্ষার্থীদের ভাবনা সম্পর্কে সকলকে অবহিত করবে এই আয়োজন। পদ্মা সেতু এই এলাকা উন্নয়নে কী অবদান রাখবে সেই বিষয়টি আমি লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’

অনুষ্ঠানের আয়োজক শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, ‘পদ্মা সেতু নিয়ে আমাদের ভাবনাগুলো তুলে ধরতেই এই আয়োজন। এতে করে শিক্ষার্থীদের পদ্মা সেতু সম্পর্কে জানার আগ্ৰহ তৈরি হবে। এবং তাঁদের ধারণা সবার মধ্যে উপস্থাপন করতে পারবে। ২৫ তারিখ পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।’

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ‘পদ্মা সেতু আমাদের জীবনমানে যে পরিবর্তন আনবে তা আমাদের নতুন প্রজন্মসহ সবার মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। শিক্ষার্থীদের চোখেই ভবিষ্যৎ বাংলাদেশ আমরা দেখতে পাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত