Ajker Patrika

৯ ইউপির সাতটিতেই পুরোনোতে আস্থা

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ০৩
৯ ইউপির সাতটিতেই   পুরোনোতে আস্থা

জয়পুরহাটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে ৯টি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

গত রোববার দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়। দলীয় সূত্রে গত রোববার সন্ধ্যায় বিষয়টি জানা গেছে।

সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন যাঁরা—ধলাহার ইউপিতে কোরবান আলী, দোগাছী ইউপিতে সামসুল আলম, ভাদসা ইউনিয়নের ছরোয়ার হোসেন, মোহাম্মদাবাদ ইউনিয়নের আতাউর রহমান, পুরানাপৈল ইউনিয়নের খোগরশেদ আলম, আমদই ইউনিয়নের শাহানুর আলম সাবু, বম্বু ইউনিয়নের মোল্লা শামসুল আলম, জামালপুর ইউনিয়নের হাসানুজ্জামান মিঠু এবং চকবরকত ইউনিয়নে মো. শাহজাহান।

এর মধ্যে ধলাহার ও দোগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ এসেছে। বাকি সাতটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ৯টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত