Ajker Patrika

২৪ স্থানে সংঘর্ষে আহত অর্ধশত

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৫
২৪ স্থানে সংঘর্ষে আহত অর্ধশত

মুরাদনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার ভোটের পর রাতে এবং গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ২৪টি স্থানে সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনায় তাঁরা আহত হন।

উপজেলার সাহেবনগর, রামচন্দ্রপুর, শ্রীরামপুর, গাইটুলি, কাজিয়াতল, নবীপুর, রায়তলা, লক্ষ্মীপুর, মোস্তফাপুর, দেওড়া, বাখরাবাদ, ভূবনঘর, ধামঘর, কৃষ্ণপুর, বেনীখোলা, বাখরনগর, আছানপুর, জাহাপুর, দক্ষিণ দিঘলদী, কামাল্লা, যাত্রাপুর, কৈজুরী, পাঁচপুকুরিয়া ও কোদালকাটা এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নারীও রয়েছেন। তাঁদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাশের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মুকবল হোসেনের লোকজন বিজয়ী প্রার্থী মজিবুর রহমানের সমর্থক মো. আওয়াল, মানিক মিয়া, গিয়াস উদ্দিন, মোতালেব, সামসুল হক ও দেলোয়ারের ঘর ভাঙচুর করেন।

ধামঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পরাজিত হওয়া ইউপি সদস্য প্রার্থী জালাল উদ্দিনের লোকজনের বিরুদ্ধে বিজয়ী প্রার্থী মোর্শেদ খানের সমর্থক মানিকের ঘর ও দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, নির্বাচনী পরবর্তী সহিংসতায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ৮০ জন হাসপাতালটিতে চিকিৎসার জন্য এসেছেন। এঁদের বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর উপজেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

এদিকে ভোটের দিন উপজেলার পরমতলার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের দুটি গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘ভোটের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্সের গাড়ি ভাংচুরের ঘটনায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন স্থানে মারামারি ঘটনায় এখন পর্যন্ত তিনটি লিখিত অভিযোগ পেয়েছি। সব অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত