Ajker Patrika

বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ হেডম্যানদের

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ হেডম্যানদের

বান্দরবানের লামায় সমাজে বাল্যবিবাহ বন্ধে শপথ নিয়েছেন হেডম্যান-কার্বারিরা। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলার হেডম্যান-কার্বারিদের নিয়ে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ শপথ অনুষ্ঠিত হয়।

‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’ প্রতিপাদ্যে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন ও গ্রীন হিল-মামনি এমএনসিএসপি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম।

মামনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মংছিংপ্রু মার্মা সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ নেন ছাগলখাইয়া মৌজার হেডম্যান মংক্যচিং মারমা, ছোট বমু হেডম্যান মংচথোয়াই মার্মা ও আলীকদমের তৈন মৌজার হেডম্যান ঞোমং মার্মা। এ ছাড়া কারবারির হলেন বড় নুনারবিল কার্বারি শৈখ্যঅং মার্মা, মাস্টার পাড়ার মংফোচিং মার্মা, মেরাখোলার মংএথোয়াই মার্মা, শিলেরতুয়া মার্মাপাড়ার মংপ্রু মার্মা, ছাগলখাইয়া মার্মাপাড়ার চংথোয়ইঅং মার্মা, ফাঁসিয়াখালী বড়পাড়ার ধুংক্যমং মার্মা ও ছোট নুনারবিল কার্বারির প্রতিনিধি উচিংহ্লা মার্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ছাগল-খাইয়া মৌজার হেডম্যান মংক্যচিং মার্মা, পৌরসভার শিলেরতুয়া মার্মাপাড়ার কার্বারি মংপ্রু মার্মা ও মামনি প্রকল্পের পিএইচডি কক্সবাজার রিজওনাল কো-অর্ডিনেটর মো. তৈহিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত