Ajker Patrika

টানা চারবারের ইউপি চেয়ারম্যান রোজেন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪১
টানা চারবারের ইউপি চেয়ারম্যান রোজেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে (ইউপি) টানা চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেএম মাহমুদুর রহমান রোজেন। সর্বশেষ গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙল প্রতীকে নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

রোজেন জাতীয় পার্টি ভূরুঙ্গামারী উপজেলা কমিটির সদস্য।

রোজেন ২০০৩ সালে প্রথমবার ওই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বিরতিহীনভাবে ২০১১ সালে দ্বিতীয়বার এবং ২০১৬ সালে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। তিন মেয়াদে একটানা ১৮ বছর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ভূরুঙ্গামারী ইউপি নির্বাচনে রোজেন ১১ হাজার ৯২৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে তাঁর চেয়ে ৩ হাজার ২৩৮ ভোট কম পেয়েছেন। ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটার ৩৩ হাজার ৭৭৫ জন যার মধ্যে ২৫ হাজার ৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোজেন বলেন, ‘ইউনিয়নবাসীর সুখে-দুঃখে তাঁদের পাশে থাকায় তাঁরা বারবার ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। অসহায়দের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই।’ বারবার নির্বাচিত হওয়ার রহস্য কী জানতে চাইলে তিনি বলেন, ‘সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত