Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ৫০
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

তেল-গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার বিকেলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শেষে সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছান। কিছু নেতা–কর্মী খালেদা জিয়ার মুক্তি চাই লেখা সংবলিত কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ ও জেলা কমিটির সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. শরিফুল ইসলাম দুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দিন দিন দ্রব্যমূল্যের জাঁতাকলে ফেলে নির্যাতন করে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে বিএনপির নেতৃত্বে আন্দোলন করে এ সরকারকে গদি থেকে নামাতে হবে। এ সরকারের পতন হলেই দেশে শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত