Ajker Patrika

ইটভাটার গাড়িতে ঘুম নষ্ট আশ্রয়ণের বাসিন্দাদের

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ৩৭
ইটভাটার গাড়িতে ঘুম নষ্ট আশ্রয়ণের বাসিন্দাদের

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প ঘেঁষা রাস্তায় রাতদিন ইটভাটার গাড়ি চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৬০টি পরিবার। দ্রুতগতিতে গাড়ি চালানোয় শিশুদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। রাতে গাড়ির শব্দে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে।

জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে রাস্তা দিয়ে ইটভাটা থেকে মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলে। এতে করে ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত প্রায় ৬০টি পরিবারকে দুর্ভোগে থাকতে হয়। পরের দিন আশ্রয়ণ প্রকল্পের বিদ্যুৎ সচল করে দেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর কেরানীগঞ্জ শাখার লাইনম্যান এস এম বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে রোববার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ সচল করে দিয়েছি। তবে বৈদ্যুতিক খুঁটি যারা ভেঙেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরপর নতুন খুঁটির ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. নাছির উল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমরা এই আশ্রয়ণ প্রকল্পে অশান্তিতে দিন যাপন করছি। সারা রাত আমাদের এই আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে ইটভাটার ট্রাক ও মাহিন্দ্র গাড়ি চলাচল করে। রাতে একটুও ঘুমাতে পারি না। শিশুরা রাতে ঘুম থেকে আঁতকে ওঠে। এখানে বসবাস করা এখন দুষ্কর হয়ে উঠেছে। আমরা এখানে নানান সমস্যায় জর্জরিত, কিন্তু দেখার কেউ নেই।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘চরপানিয়া আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে আমি জানতাম না। যেহেতু অবগত হলাম, ওখানকার উপকারভোগীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত