Ajker Patrika

থানায় আ.লীগের নেতারা মামলা প্রত্যাহারের দাবি

হোমনা প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ১৮
থানায় আ.লীগের নেতারা মামলা প্রত্যাহারের দাবি

হোমনার মাথাভাঙা ইউনিয়ন যুবলীগের তিন নেতার বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। এই দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে থানার ওসির কক্ষে দুই ঘণ্টা অবস্থান নেন দলটির নেতারা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা সেখানে অবস্থান করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দকে নানা যুক্তিতর্ক দিয়ে দাবি পূরণের চেষ্টা করেন।

পরে ওসি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আওয়ামী লীগের নেতারা থানা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিপু ও লাখ মিয়া, সাবেক প্যানেল মেয়র মানিক মিয়া ইমন, ঘারমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, মাথাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল বলেন, তিনজন নেতার বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে ডিজিটাল আইনে মিথ্যা মামলা করা হয়েছে। এই মামলা প্রত্যাহার চেয়ে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন। দুই দিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘সাংসদের সেতু পারাপারের একটি ছবি ফেসবুকে প্রচার হয়। সেটিকে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগ এনে ডিজিটাল আইনে একটি মামলা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এটির প্রত্যাহার চেয়েছেন। তদন্ত সাপেক্ষে এর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

রুবেল আহম্মেদ নামের এক যুবলীগ নেতা গত ১ ফেব্রুয়ারি মাথাভাঙা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খবির খান, মো. আসাদ খন্দকার ও গাজী তানভীরকে আসামি করে হোমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত