Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগ: রাজশাহীর শীর্ষ পদ চান ‘মাদক মাফিয়ার ঘনিষ্ঠরা’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১: ০০
স্বেচ্ছাসেবক লীগ: রাজশাহীর শীর্ষ পদ চান ‘মাদক মাফিয়ার ঘনিষ্ঠরা’

এক দশক পর ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। এই সম্মেলনে শীর্ষ পদে আসতে চেষ্টা চালাচ্ছেন অনেকেই। এর মধ্যে রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জেডু সরকার এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। তবে পুলিশের তালিকায় শীর্ষ মাদক কারবারি শীষ মোহাম্মদের সঙ্গে তাঁদের দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা।

জানা যায়, ভারত থেকে দেশে সবচেয়ে বেশি হেরোইন ঢোকে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর সীমান্ত দিয়ে। এই এলাকার শীর্ষ হেরোইন কারবারি শীষ মোহাম্মদ। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গম চর আলাতুলির কোদালকাটি এলাকায়। পরে গোদাগাড়ীর গড়ের মাঠে একটি বাড়ি করেন। এ ছাড়া রাজশাহী নগরীর সিটি ভবনের পশ্চিমে বানিয়েছেন চারতলা বাড়ি। কয়েক বছর ধরে তিনি রাজশাহীতেই থাকেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘২০১৫ সালের দিকে এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়। তখন ওই তালিকায় এক নম্বরে নাম উঠে আসে শীষ মোহাম্মদের। এই তালিকা মাঝে মাঝেই হালনাগাদ হয়। আমি এখানে আসার পরও একবার হালনাগাদ হয়েছে। শীষ মোহাম্মদের নাম এখনো এক নম্বরেই আছে।’

এই সম্মেলনে জেডু সরকার সভাপতি ও রাজীব সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন জানতে পেরে দলীয় নেতা-কর্মীরাই তাঁদের শীষ মোহাম্মদের সঙ্গে বেশ কিছু ছবি এনে অন্যের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে চালাচালি করছেন। কিছু ছবি পাঠানো হয়েছে আজকের পত্রিকার কাছেও। এসব ছবিতে শীষ মোহাম্মদের সঙ্গে জেডু সরকার ও রাজিবকে দেখা যায়। এ ছাড়া নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মমিনকেও অনেক ছবিতে শীষ মোহাম্মদের সঙ্গে দেখা যায়।

জেডু সরকার বলেন, ‘সামনে সম্মেলন। এই কারণে এত দিন পর এসব ছবি চালাচালি করা হচ্ছে। আমার কাছেও কিন্তু অনেকের অনেক ছবি আছে। এসব করা আমার পছন্দ না।’

মাহমুদ হাসান রাজিব বলেন, ‘আমি যখন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, তখন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মমিনের সঙ্গে ওঠাবসা করতাম। কারণ, তিনি সাবেক ছাত্রলীগ নেতা। শীষ মোহাম্মদ মমিন ভাইয়ের বন্ধু। সে কারণে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। কোথাও ঘুরতে গিয়েছি, সেখানেও হঠাৎ দেখা হয়েছে। ছবি তুলেছি। আমি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। তাই সম্মেলনের আগে এখন এসব ছবি চালাচালি করে আমাকে বিতর্কিত করা হচ্ছে।’

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘২১ নভেম্বর সম্মেলন। সম্মেলনে সৎ, নিষ্ঠাবান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রীর একনিষ্ঠ কর্মী নেতা হবেন। কোনো বিতর্কিত ব্যক্তির নেতা হওয়ার সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত