Ajker Patrika

ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ

দলের একটি বড় অংশকে বাদ দিয়ে ঢাকা জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভায় তথাকথিত কর্মী সম্মেলন ও কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অভিযোগ করা হয়। এ সময় দলের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানার তাঁরা।

লিখিত বক্তব্যে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উসমানি বলেন, ‘ঢাকা জেলা বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। আন্দোলন-সংগ্রামের ভূমিকা বিবেচনায় ঢাকা জেলা বিএনপি সাংগঠনিকভাবে সব সময়ই শক্তিশালী। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, জেলা বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্ব নিজেদের অবস্থান রক্ষা করতে ইতিহাস ও ঐতিহ্যকে কলঙ্কিত করছে। কিছু মানুষ ব্যক্তিস্বার্থে দলকে ছিন্নভিন্ন করতে পিছপা হচ্ছেন না।’

দলের বৃহত্তর একটি অংশকে বাদ দিয়ে কর্মী সম্মেলন বা কমিটি গঠন কখনোই দলের জন্য মঙ্গলজনক হতে পারে না বলে মন্তব্য করেন হারুনুর রশিদ উসমানি। তিনি বলেন, ‘জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক চাচ্ছেন যেনতেনভাবে উপজেলা, থানা ও পৌরসভা বিএনপির কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করতে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে শীর্ষ নেতারা বিভিন্ন ইউনিটে তাঁদের অনুসারীদের নিয়ে কর্মী সম্মেলন করছেন। দোহারে নয়, নবাবগঞ্জ উপজেলার কলাকোপার নিজ গ্রামে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়িতে দোহার থানা ও পৌরসভা বিএনপির কর্মী সম্মেলন হয়েছে। একই দিনে একই স্থানে, একই অতিথি নিয়ে নবাবগঞ্জ উপজেলা, দোহার থানা ও পৌরসভার কর্মী সম্মেলন হয়েছে। একই ঘটনা ঘটেছে সাভার থানা ও পৌরসভা এবং আশুলিয়া থানায়।

দাবি উপেক্ষা করে বিতর্কিত কমিটির মাধ্যমে জেলা বিএনপির কাউন্সিল হলে, যে কোনো পরিস্থিতির দায়ভার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এ সময় আরও উল্লেখ করা হয়, চলমান গণতান্ত্রিক আন্দোলনে জেলা বিএনপির কমিটি গঠন সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের বিকল্প নেই। দলের বৃহত্তর স্বার্থে জেলা বিএনপির নেতারা যত দ্রুত সম্ভব একটি যৌক্তিক সমাধানে পৌঁছাবেন। অন্যথায় তাঁদের পরিণতি হবে ভয়াবহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, দোহার থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম ব্যাপারী, সাবেক যুগ্ম সম্পাদক শাহিন খন্দকার, বিএনপি নেতা জাহাঙ্গীর খালাসী, আবদুর রশিদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত