Ajker Patrika

প্রতিমুহূর্তে সংগ্রাম হাল ছাড়েনি রুপালী

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৮: ২৭
প্রতিমুহূর্তে সংগ্রাম হাল ছাড়েনি রুপালী

বাবা মারা গেছেন সেই ১০ বছর আগে। অর্থের অভাবে সে সময় বাবার চিকিৎসা করাতে পারেনি। মা অন্যের বাড়িতে কাজ করেন। জীবনের প্রতিটি মুহূর্ত কাটছে সংগ্রাম করে। তবু হাল ছাড়েনি রুপালী খাতুন। বড় হওয়ার স্বপ্ন সঙ্গী করে সে চালিয়ে যাচ্ছে লেখাপড়া।

রুপালী রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এইচএসসিতেও ভালো ফল করে এগিয়ে যেতে চায় । কিন্তু তার পথচলা অনিশ্চিত। অর্থাভাবে তা বিষাদে পরিণত হওয়ার পথে। দারিদ্র্যের কারণে আগামী দিনের লেখাপড়ার খরচের চিন্তায় মা ও তার চোখমুখে এখন হতাশা।

বগুড়ার ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের প্রয়াত নুর বক্স শেখের মেয়ে রুপালী খাতুন। এক ভাই, দুই বোনের মধ্যে রুপালী ছোট। বড় বোন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। বড় বোনের সামান্য আয় দিয়ে রুপালীর লেখাপড়ার খরচসহ কোনোমতে চলে তাদের সংসার।  

রুপালীর সঙ্গে কথা বলে জানা গেছে, এইচএসসিতেও ভালো ফল করে ভবিষ্যতে সে উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হতে চায়। কিন্তু অর্থ তার সে ইচ্ছা পূরণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

রুপালীর মা মাজেদা বেগম জানান, খুব খুশি হয়েছিলেন যখন শুনতে পান মেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। তাই এখন দুশ্চিন্তায় পড়েছেন তার লেখাপড়ার খরচ নিয়ে। মেয়ের পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা চান তিনি।

ধুনট উপজেলার এমপিএসটি উচ্চবিদ্যালয়ের শিক্ষককেরা জানান, রুপালী ছোট থেকেই মেধাবী।  প্রতিষ্ঠান থেকে যতটা সম্ভব তাঁরা সহযোগিতা করেছেন। তবে সমাজের সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে তার স্বপ্ন পূরণ আরও সহজ হবে বলে তাঁরা মনে করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত