Ajker Patrika

ত্রিপুরাপাড়ার ৭০ পরিবার টিসিবির সুবিধাবঞ্চিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১: ৪০
ত্রিপুরাপাড়ার ৭০ পরিবার টিসিবির সুবিধাবঞ্চিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে টিসিবির সুবিধাবঞ্চিত তিনটি ত্রিপুরাপাড়ার ৭০টি পরিবার। টিসিবির কার্ড বিতরণে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগের পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার এসব পরিবারগুলো।

তবে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন মধ্যম সোনাইছড়ি এলাকার ইউপি সদস্য সিরাজুল ইসলাম। সময় স্বল্পতা ও আগে থেকে সুবিধা ভোগীর নাম তালিকায় থাকা এবং নতুন অন্তর্ভুক্তির সংখ্যা অপ্রতুল হওয়ায় অনেক পরিবারকে টিসিবি’র কার্ড দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

ইউপি সদস্য সিরাজুল আরও জানান, টিসিবির কার্ড সংখ্যা অপ্রতুল হওয়া সত্ত্বেও তিনি মধ্যম সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুই পরিবারকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে আসতে বলেছিলেন। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে তা নিয়ে তার কাছে আসতে পারেনি। ফলে সময় স্বল্পতার কারণে তিনি ত্রিপুরা পাড়ার জন্য বরাদ্দ করা সে দুটি টিসিবি কার্ড অন্যদের দিয়ে দিয়েছেন।

টিসিবি’র কার্ড বঞ্চিত মধ্যম সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার বাসিন্দা কাঞ্চন ত্রিপুরা, সুজন ত্রিপুরা, হরিকমল ত্রিপুরা, নিশিরাম ত্রিপুরা, রিপন ত্রিপুরা, বিশ্ব কুমার ত্রিপুরা ও লক্ষ্মী চরণ ত্রিপুরা জানান, তারা সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নানা ধরনের প্রতিকূলতা ও অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের দিনযাপন করলেও দেখার কেউ নেই। তাদের অভিযোগ, ‘স্থানীয় জনপ্রতিনিধির কাছে একেবারেই নিগৃহীত তারা। শুধু ভোট এলেই কদর বাড়ে তাদের, ভোট শেষ হলে পরবর্তী ভোট না আসা পর্যন্ত তাদের দিকে আর কেউ ফিরে তাকায় না।’

ত্রিপুরা পাড়ার বাসিন্দা কাঞ্চন ত্রিপুরা বলেন, ‘যারা টিসিবি কার্ড পাওয়ার উপযোগী তাদের কার্ড না দিয়ে স্থানীয় ইউপি সদস্য তাঁর মনোনীত পরিবারগুলোকে টিসিবি কার্ড দিয়েছেন। এতে এক পরিবারের একাধিক সদস্যও পেয়েছেন এ টিসিবি কার্ড। পাহাড়ের প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে বাঁচতে হয় আমাদের। তার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আয়ের সঙ্গে ব্যয়ের মিল না থাকায় বর্তমানে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে আমাদের।’

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সচিব অমর কান্তি শীল জানান, ইউপি সদস্য নতুন হওয়ায় সাশ্রয়ী মূল্যর কার্ডের তালিকা করাকালে ভুলবশত মধ্যম সোনাইছড়ির ত্রিপুরা পাড়ার বাসিন্দারা বাদ পড়েছেন। বিষয়টি ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা করার পাশাপাশি তাদের পরবর্তীতে সব সুযোগ-সুবিধা নিশ্চিতে ইউপি সদস্যকে কাজ করতে বলবেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানদের তালিকা অনুসারে উপজেলার প্রকৃত অসহায় মানুষদের কমদামে পণ্য নিতে টিসিবি কার্ড দেওয়া হয়েছিল। তবে ত্রিপুরা পাড়ার বাসিন্দারা সরকারিভাবে দেওয়া সাশ্রয়ী মূল্যের টিসিবি না পাওয়ার বিষয়টি তিনি অবগত ছিলেন না। বিষয়টি তিনি খতিয়ে দেখার পাশাপাশি সহসাই ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত