Ajker Patrika

নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৬
নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার নগরীর চাষাঢ়া আর্মি মার্কেট ও দ্বিগুবাবুর বাজারে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চাষাঢ়া আর্মি মার্কেট এলাকায় মিলেনিয়াম পিজ্জাকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি এবং দধির গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না থাকায় ২০ হাজার এবং দ্বিগুবাবু বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় কামাল এন্টারপ্রাইজ ও মেসার্স রাবেয়া স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান জানান, চাষাঢ়া আর্মি মার্কেট এলাকায় মিলেনিয়াম পিজ্জাকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি এবং দধির গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা ও ৫১ ধারায় ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দ্বিগুবাবু বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় কামাল এন্টারপ্রাইজ ও মেসার্স রাবেয়া স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত