Ajker Patrika

মেঘনা সেতু পার হওয়াই বড় চ্যালেঞ্জ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১০: ২৯
মেঘনা সেতু পার হওয়াই বড় চ্যালেঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের আট স্থানে ঈদযাত্রায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। প্রতিবছর ঈদ এলেই প্রশাসন যানজট নিরসনের ঘোষণা দিলেও মহাসড়ক দখল করে থাকা কন্টেইনার ডিপোগুলোর দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানান, সীতাকুণ্ডের বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ও কন্টেইনার ডিপোর মালামাল বহনকারী গাড়িগুলো মহাসড়ক দখল করে থাকার কারণে আসন্ন ঈদযাত্রায় যানজট সৃষ্টি করবে। এ ছাড়া উপজেলার বড় দারোগার হাটের ওজন স্কেল, সীতাকুণ্ড পৌর সদরের বাসস্ট্যান্ডের সড়কে বাস থামিয়ে যাত্রী তোলাসহ ৮টি পয়েন্টের কারণে যানজট পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

পথচারী ও সাধারণ মানুষেরা জানান, ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যাত্রী তোলা, সড়কের পাশ দখল করে দোকানপাট, স্ট্যান্ড, চাঁদাবাজি, অটোরিকশা, লেগুনা ও ব্যাটারিচালিত রিকশার কারণে দূরপাল্লার গাড়ির গতি কমে যাওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যা আসন্ন ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন বাড়লে যানজট আরও প্রকট আকার ধারণ করবে।

চালকেরা জানান, মহাসড়ক দখল করে রাখা শিল্প প্রতিষ্ঠান গাড়ি, মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা তিনটি কন্টেইনার ডিপোর মালবাহী লরি ও ট্রাক, অবৈধ স্ট্যান্ড, ফুটপাত দখল করে দোকান নির্মাণ ও ট্রাফিক সিগন্যালের কারণে মহাসড়কের এই অংশে অব্যাহত যানজটের কবলে পড়েন তারা। ঈদের আগে মহাসড়ক দখল করে থাকা শিল্পপ্রতিষ্ঠান ও কন্টেইনার ডিপোর গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে না নিলে ঈদে ভয়াবহ যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক জানান, মহাসড়কে ঈদের তিন দিন আগে থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাবে। সীতাকুণ্ড অংশকে যানজট মুক্ত রাখতে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হবে।

ঈদযাত্রা / ভোগান্তি সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত