Ajker Patrika

তিন কাউন্সিলর প্রার্থীসহ ১০ জনের জামিন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ১৫
তিন কাউন্সিলর প্রার্থীসহ ১০ জনের জামিন

যশোরের ঝিকরগাছায় পুলিশের মামলায় এলাকাছাড়া সেই ১১ কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনসহ বিএনপির ১০ নেতা-কর্মীর জামিন দিয়েছেন উচ্চ আদালত। গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

বাকি ১৯ আসামি গতকাল বুধবার একই আদালতে জামিনের আবেদন করলে আদালত মুলতবি হওয়ায় শুনানি হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ২টায় মামলার শুনানি ধার্য করা হয়েছে।

জামিন পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডের আরমান হোসেন কাকন, ৬ নম্বর ওয়ার্ডের মশিয়ার রহমান ও ৯ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমান।

গত ৩১ ডিসেম্বর ঝিকরগাছায় উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩৪ জনের নামে নাশকতার মামলা করে পুলিশ। সেই মামলায় পৌরসভা নির্বাচনের ১১ জন কাউন্সিলর প্রার্থীকেও আসামি করা হয়। যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য শতাধিক মানুষ একত্র হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের মধ্যে তিনজনকে আটক করা হয়। তখন তাঁদের কাছ থেকে পেট্রলবোমা, হাঁসুয়া, লাঠি ও কাচের বোতল উদ্ধার হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন যুবদল নেতা নাইম হোসেন ডনি, পুরন্দরপুর গ্রামের হাসানুজ্জামান হাসান ও হাজিরালীর মইনুল ইসলাম।

মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল ও সদস্যসচিব মইনুল ইসলাম জনিকে।

এ ছাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ৫ নম্বর ওয়ার্ডের আরমান হোসেন কাকন, ৬ নম্বর ওয়ার্ডের সরদার শহিদুল ইসলাম বুদো, মিজানুর রহমান কালু, নুরুজ্জামান বাবু, পিয়াল হাসান ও মশিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ডের গোলাম কাদের বাবলু, ৯ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান বাবলা, মতিয়ার রহমান ও আব্দুর রশিদকে আসামি করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু বলেন, ‘যাঁদের নামে মামলা হয়েছে তাঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’

মোর্তজা এলাহী টিপু বলেন, ‘উচ্চ আদালতে ১০ জনের জামিন মঞ্জুর হয়েছে। বাকি ১৯ জনের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার (আজ) ধার্য করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত