Ajker Patrika

‘সিলেট ঐতিহ্য জাদুঘর গড়ে তোলা হবে’

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫২
‘সিলেট ঐতিহ্য জাদুঘর গড়ে তোলা হবে’

সিলেট নগরের চাঁদনীঘাটে ‘সিলেট ইতিহাস-ঐতিহ্য জাদুঘর’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানি প্রবাসী লেখক শামছুল মজিদ চৌধুরীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। জেলা পরিষদ মিলনায়তনে সিলেট পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট ওই অনুষ্ঠানের আয়োজন করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র।

এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সারদা হলের তৃতীয় তলায় জাদুঘর করা হবে। সেখানে হজরত শাহজালাল (রহ.) ব্যবহৃত জিনিসপত্রসহ এবং সিলেটের ইতিহাস ও ঐতিহ্য বহন করে এমন জিনিসপত্র রাখা হবে। এর পাশেই একটি হেরিটেজ মার্কেট রয়েছে। ওই মার্কেটে আবহমানকালের অনেক বিলুপ্তপ্রায় জিনিসপত্র কেনা-বেচা করা হয়। ওই মার্কেটকে উচ্ছেদ না করে এটাকে আরও যুগোপযোগী করে দেওয়া হবে।

মেয়র আরও বলেন, ‘সিলেটে অনেক বাড়ি আছে যেগুলো ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে। কিন্তু ধীরে ধীরে সেগুলো ভেঙে বহুতল ভবন করা হচ্ছে। উন্নয়ন নামে ভবনগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু এগুলো রক্ষায় সিটি করপোরেশনের কোনো আইন না থাকায় রক্ষা করা যাচ্ছে না। তবে সিলেটের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় সিলেট সিটি করপোরেশন সব সময় সচেতন রয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, জার্মানি প্রবাসী লেখক ও গবেষক শামছুল মজিদ চৌধুরী সাকির ‘আসাম টাইপ ইউনিক হেরিটেজ হাউসেস ইন সিলেট’ বইটি স্থাপত্যশৈলীর জন্য অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. কাজী আজিজুল মওলা। সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কবি প্রণব কান্তি দেব।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজনীতিবিদ লোকমান আহমদ, সিলেট প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমেদ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি ডা. মোস্তফা শাজামান বাহার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত