Ajker Patrika

নতুন পাঠ্যক্রমে ষষ্ঠ শ্রেণির ক্লাস শুরু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১৯
নতুন পাঠ্যক্রমে ষষ্ঠ শ্রেণির ক্লাস শুরু

এক মাস পর গতকাল মঙ্গলবার খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। রাজশাহীর মাধ্যমিক স্কুল ও কলেজগুলো প্রথম দিনই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়েছে। আর এদিনই রাজশাহীর সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে চালু হয়েছে নতুন কারিকুলাম।

শিক্ষার্থীদের মুখস্থবিদ্যা থেকে সরিয়ে আনতে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ৫১টি স্কুল, ৯টি মাদ্রাসা ও ২টি কারিগারি শিক্ষাপ্রতিষ্ঠান। মোট ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে রাজশাহীর ঐতিহ্যবাহী পিএন স্কুল। স্কুলটির ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার ৫৫ জন শিক্ষার্থী এই কারিকুলামের অন্তর্ভুক্ত হয়েছে। নতুন এই কারিকুলামে শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি দুই দিন।

নতুন কারিকুলামের জন্য নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়ালি যুক্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দীপু মনি বলেন, ‘নতুন পাঠ্যক্রমে অনেক ভুল কিংবা সীমাবদ্ধতা থাকতে পারে। পাইলটিংয়ের মাধ্যমে সেই জায়গাগুলো চিহ্নিত করব। এ বছরের মধ্যে পাঠ্যসূচিটি চূড়ান্ত করে ২০২৩ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিমার্জিত পাঠ্যক্রমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব।’

শিক্ষামন্ত্রী জানান, ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে এবং ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন হবে। ২০২৩ সাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে ছুটি দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের টানা পড়াশোনার চাপ কমবে।

নতুন কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে ডিসেম্বরের শুরুতে রাজশাহীর পিএন স্কুলে চিঠি আসে। এরপর প্রধান শিক্ষক তৌহিদ আরাসহ ১১ জন শিক্ষক পর্যায়ক্রমে ঢাকায় গিয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ নিয়ে আসেন। পিএন স্কুলের এ পাইলটিং কার্যক্রমের মনিটরিং করবেন বোয়ালিয়া থানা একাডেমিক সুপারভাইজার মতিয়া পারভীন। প্রশিক্ষণ নিয়েছেন তিনিও। মঙ্গলবার তাঁরা শিক্ষার্থীদের হাতে ১১টি বিষয়ের ১৩টি করে বই তুলে দেন। শিক্ষার্থীদের জন্য কিছুদিন আগে এই স্কুলে আসে নতুন কারিকুলামের ৬০ সেট বই। নতুন কারিকুলামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চার মাসের সেমিস্টার পদ্ধতির মতো প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পাঠদান করা হবে।

পিএন স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক জান্নাতুল কাউসারী বলেন, ‘নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা বলে আর কিছু থাকবে না। আগে আমরা পদার্থ পড়াতে গেলে শুধু একটা বিষয় নিয়ে বইয়ে লেখা বিষয়গুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিতাম। নতুন কারিকুলামে সেটা না। শিক্ষার্থীরা নিজেরাই সব আয়োজন করবে, নিজেরা নিজেদের কাজের মাধ্যমেই সবকিছু বুঝবে। এতে তারা দক্ষ হয়ে উঠবে।’

পিএন স্কুলের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ‘শিক্ষার্থীরা পড়াশোনা আর হাতে-কলমে কাজের মাধ্যমে কী শিখল, তা তারা এবার বইয়েই লিখবে। আগের মতো আর তাদের স্মরণশক্তির পরীক্ষা হবে না, দক্ষতা পরিমাপ করা হবে।’

নতুন পদ্ধতি শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর বলে মনে করেন এই প্রধান শিক্ষক।

একাডেমিক সুপারভাইজার মতিয়া পারভীন জানান, মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষার্থীদের পড়াশোনা চলবে। নতুন পদ্ধতিতে শিক্ষার্থীরা একেবারেই অভিজ্ঞতামূলক জ্ঞানার্জন করতে পারবে। ফলে যেকোনো পরিবেশের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাস্তবতা সম্পর্কেও জানার সুযোগ পাবে। আর তারা কতটুকু বুঝেছে, তা শিখনকালীন মূল্যায়ন করবেন শিক্ষকেরা। শিক্ষকদের হাতেই থাকবে ৬০ শতাংশ নম্বর। বাকি ৪০ নম্বর পরীক্ষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত