Ajker Patrika

সভাপতি কুদ্দুস সম্পাদক মিজানুর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ৪৯
সভাপতি কুদ্দুস সম্পাদক মিজানুর

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় মিজানুর রহমান, সহসভাপতি আরিফ সরকার ও যুগ্ম সম্পাদক পদে আনোয়ার হোসেন দুলালের নাম ঘোষণা করা হয়েছে। ওই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বিএনপির দিবাস্বপ্ন দেখে লাভ নাই। যথাসময়ে সাংবিধানিক পন্থায় গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ত্যাগী আদর্শবান নেতা-কর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করতে হবে। আত্মত্যাগী নেতা-কর্মী নেতৃত্বে থাকলে আওয়ামী লীগ সুসংহত হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে সরকারকে উৎখাত করতে চায়। লন্ডনে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়নকে রুখতে পারবে না। দেশে এখন আওয়ামী লীগকে একমাত্র আওয়ামী লীগই হারাতে পারে। এ ছাড়া কোনো শক্তি নাই। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদ করে খুনোখুনি হচ্ছে। এটা ছাড়তে হবে।

উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত