Ajker Patrika

আগাম জাতের আলুর দাম ভালো

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ২৬
আগাম জাতের আলুর দাম ভালো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৃষকেরা আগাম জাতের আলু তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বাজারে নতুন আলুর ভালো দামও পাচ্ছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খেত থেকে ইতিমধ্যে আগাম জাতের ক্যারেজ আলু তোলা শুরু হয়ে গেছে। এতে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মণ ফলন পাচ্ছেন কৃষকেরা। আবার অনেক কৃষকের আলু তোলা যাবে চলতি মাসের মাঝামাঝি সময়ে।

পীরগঞ্জ উপজেলার জাবরহাট গ্রামের চাষি আতাউর রহমান জানান, আগাম জাতের আলুতে ভালো লাভ পাওয়া যায়। এ জন্য প্রতিবছরের মতো এবারও দুই বিঘা জমিতে আগাম জাতের ক্যারেজ আলু চাষ করেছেন তিনি।

বর্তমান বাজারে ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতি মণ আলু পাইকারি বিক্রি হচ্ছে। ভালো দামের আশা করছেন আলুচাষি আতাউর রহমান।

উপজেলার মালঞ্চা গ্রামের কৃষক আনারুল হক এবার ৪ বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন। তিনি জানান, আগাম জাতের আলু চাষ করে ভালো দাম পাওয়া যায়। এ জন্য আগ্রহ নিয়ে ক্যারেজ জাতের আলু চাষ করেছেন তিনি। খুচরা বাজারে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা জানান, আগাম জাতের আলু ওঠার পরে দ্বিতীয় দফায় অন্যান্য আলু চাষ করার সময় বিঘাপ্রতি ৪৫ থেকে ৫০ মণ আলু উৎপাদন হয়ে থাকে। এ সময় কিছুটা আলুর বাজারে দর কম থাকলেও অতিরিক্ত ফলনের কারণে তাতে কৃষকদের লোকসান হয় না। এ উপজেলায় এবার ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে আগাম জাতের আলুর চাষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত