Ajker Patrika

বড়াইগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ২৬
বড়াইগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে পূর্বশত্রুতার জেরে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইহাটি এলাকায় তাঁকে পেটানো হয়। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল বুধবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আব্দুস সামাদ গুনাইহাটি গ্রামের বাসিন্দা।

সাবেক কাউন্সিলর আসলাম জানান, বেশ কিছুদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গুনাইহাটি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এহিয়ার (৪৫) সঙ্গে বিরোধ চলে আসছিল আব্দুস সামাদের। ঘটনার দিন বাড়ির পাশে পুকুরপাড়ে বৃদ্ধ সামাদকে একা পেয়ে লাঠি ও রড দিয়ে পেটান এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন (২২)। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনেরা। বুধবার ভোর রাতে রামেক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ‘নিহত আব্দুস সামাদের ভাই বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত