Ajker Patrika

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় বসল শিক্ষার্থী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় বসল শিক্ষার্থী

কুড়িগ্রামের উলিপুরে বাড়িতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিল লিপি আক্তার। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায়। লিপি বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

এলাকার লোকজন জানান, লিপি আক্তারের বাবা নজির হোসেন নজু (৫৩) প্রায় ২০ দিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত বুধবার সন্ধ্যায় রমেক হাসপাতালে মারা যান তিনি।

এদিকে বাবার মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে লিপির। অনিশ্চিত হয়ে পড়ে তাঁর পরীক্ষায় অংশ নেওয়া। এরপরও পরিবারের অন্য সদস্যদের অনুপ্রেরণা ও নিজের মনোবলকে ধরে বাবার লাশ বাড়িতে রেখে গতকাল বেলা ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছে লিপি। সহপাঠী, কলেজের শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় সে।

বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা বলেন, ‘আমরা লিপির বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে তাঁকে সান্ত্বনা ও সাহস দিয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

বেশির ভাগ ডেঙ্গু রোগী মারা যাচ্ছে শক সিনড্রোমে: স্বাস্থ্য অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত