Ajker Patrika

শিক্ষকের নির্বাচনে ছাত্রীদের প্রচার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ১৬
শিক্ষকের নির্বাচনে ছাত্রীদের প্রচার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কচাকাটা বালিকা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। তাঁর হয়ে গতকাল শনিবার বিদ্যালয়টির ৪ শতাধিক ছাত্রী মহড়া দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ফজলুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ওই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, গতকাল দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়টির মাঠ থেকে দুটি সারিতে করে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কের কচাকাটা বাজার, কেদার ইউনিয়ন পরিষদ মোড় পার হয়ে ৪ কিলোমিটার পথ হেঁটে নয়আনা গ্রামে প্রধান শিক্ষকের বাড়িতে যায়। সেখানে আগেই আলোচনা সভার ব্যবস্থা করেন প্রার্থী। আলোচনা সভা শেষে খিচুড়ি দিয়ে ভূরিভোজ করানো হয় শিক্ষার্থীদের।

আলোচনা সভায় ওই প্রধান শিক্ষক নিজের মোটরসাইকেল প্রতীকে শিক্ষার্থীদের মাধ্যমে তাঁদের মা-বাবা, আত্মীয়-স্বজনের কাছে ভোট চান। এ সময় ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বলেন, ‘আমার প্রতীকে তোমাদের মা-বাবার ভোটের ওয়াদা নিয়ে ছাড়বে।’

মহড়ায় অংশ নেওয়া কয়েক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক নির্বাচন করায় তাঁর বাড়িতে যাচ্ছে তারা। কয়েকজন বলে, স্যারের বাড়িতে ভোটের দাওয়াত খেতে যাচ্ছে।

কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমিনুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের নিয়ে রাজনীতি করা এটা খুবই খারাপ কাজ। বিষয়টি নিয়ে আমরা অভিভাবকেরা চিন্তিত।’

এ প্রসঙ্গে প্রার্থী ও প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘আমি ভোটে দাঁড়ানোর পর বিদ্যালয়ে যাইনি। তাই শিক্ষার্থীরা আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তারা আমার নির্বাচনে প্রচার বা মহড়ার কাজে আসেনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থী আমাকে অভিযোগ দেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত