Ajker Patrika

সীতাকুণ্ডে উদ্ধার ১০ ফুটের অজগর বনে অবমুক্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২০: ১৯
সীতাকুণ্ডে উদ্ধার ১০ ফুটের অজগর বনে অবমুক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে লোকালয় থেকে উদ্ধার করা ১০ ফুট লম্বা অজগর বনে অবমুক্ত করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে অজগরকে ভাটিয়ারীর গভীর বনে অবমুক্ত করা হয়। 

এর আগে গতকাল সোমবার রাত পৌনে ২টায় ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া এলাকার ঠান্ডার মিয়ার বাড়ির পুকুরপাড়ে ঘেরাও দেওয়া জালের সঙ্গে অজগরটি আটকে যায়। 

ওই এলাকার বাসিন্দা ইফতেখার আলম বলেন, অজগরটি জালে আটকা পড়ায় তাৎক্ষণিক বন বিভাগের কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হয়। পরে বন বিভাগের লোকজন ওই বাড়ি থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে যান। 

রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ খসরুল আমিন বলেন, প্রায় ১০ ফুট লম্বা অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পরে সেটি গভীর পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যর এ অজগরটির ওজন ২০ কেজি। অব্যাহত পাহাড় কাটা ও বন উজাড়ের কারণে খাদ্যসংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে খাদ্যসংকটে লোকালয়ে নেমে আসছে এসব প্রাণী। যেসব বাড়িতে হাঁস-মুরগি আছে, গন্ধ শুঁকে অজগর সেইসব বাড়িতে ঢুকে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত