Ajker Patrika

ইনকিউবেটরে জন্ম নেওয়া ১১ অজগরের বাচ্চা ইকোপার্কে অবমুক্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ইনকিউবেটরে জন্ম নেওয়া ১১ অজগরের বাচ্চা ইকোপার্কে অবমুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ১১টি বাচ্চা সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। 

অজগরের বাচ্চা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন, ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন ও অসীম দাসসহ অন্য কর্মকর্তারা। 

ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন বলেন, তাঁরা বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে অজগরের ২০টি ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে রাখেন। ৬৭ দিন রাখার পর গত ২২ জুলাই ১১টি ডিম থেকে বাচ্চা ফোটে। আজ সেগুলো ইকোপার্কের জঙ্গলে অবমুক্ত করা হয়। ছাড়ার সময় বাচ্চাগুলোর দৈর্ঘ্য ছিল ২ ফুট করে। 

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের বাচ্চাগুলোর লালন পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করার নির্দেশনা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তাঁর নির্দেশনা অনুযায়ী আজ দুপুরে অজগরগুলোকে সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে। 

জানতে চাইলে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, ‘পার্কের মূল ফটক থেকে এক কিলোমিটার দূরে সুপ্তধারা ঝরনার কাছে অজগরের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়েছে। গভীর জঙ্গলে ছড়ার কারণে বাচ্চাগুলোর বেঁচে থাকার জন্য খাবারের তেমন অভাব হবে না।’ 

প্রসঙ্গত, এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে জন্ম নেওয়া মোট ৬৭টি অজগরের বাচ্চা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত