হলো না ঘর বাঁধা
সিদ্ধার্থ শুক্লা আর নেই! হতবাক হিন্দি টেলিভিশন জগৎ। প্রাণোচ্ছ্বল, হাসিখুশি মানুষটাকে চির বিদায় জানাতে শোকস্তব্ধ বলিউডের প্রথম সারির তারকারাও। অক্ষয় কুমার, সালমান খান, ভিকি কৌশল, সোনু সুদ থেকে পরিণীতি চোপড়া, প্রত্যেকের মুখেই এক কথা- ‘এটা কি চলে যাওয়ার বয়স ছিল তোমার সিদ্ধার্থ?’