বাংলা সিরিয়ালের দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম ‘মিঠাই’। টানা দুই মাসের বেশি সময় ধরে টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে সিরিয়ালটি। এত দিন অন্য কোনো সিরিয়াল ‘মিঠাই’-এর এই জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেনি।
তবে এবার ‘মিঠাই’-এর প্রতিপক্ষ এসে গেছে। জি বাংলার নতুন সিরিয়াল ‘সর্বজয়া’ শুরুর সপ্তাহেই দেখিয়েছে বড়সড় চমক। টিআরপির তালিকায় উঠে এসেছে সেরা তিনে।
এ সিরিয়াল দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। আশঙ্কা ছিল, এত দিন পর তাঁর অভিনয় দেখবেন কি না দর্শক। তবে দর্শকদের প্রতি সব সময়ই ভরসা ছিল দেবশ্রীর। সেই ভরসার প্রতিদান দেবশ্রী পেয়েছেন। এই সাফল্য পেয়ে দেবশ্রী ফেসবুকে লিখেছেন, ‘নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার প্রমাণিত হলো, দেবশ্রী রায় হারতে শেখেননি।’
তিনি বলেন, ‘সর্বজয়া করতে রাজি হয়েছিলাম কারণ চিত্রনাট্যটা ভালো লেগেছিল। সর্বজয়া একটি সরল মেয়ের চরিত্র। সে এই জটিল বাস্তবজীবনের সঙ্গে লড়াই করে কীভাবে এগিয়ে যাবে, তা নিয়েই সিরিয়ালের গল্প।’
‘সর্বজয়া’ সিরিয়ালে দেবশ্রীর সঙ্গে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে সিরিয়ালটি।
বাংলা সিরিয়ালের দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম ‘মিঠাই’। টানা দুই মাসের বেশি সময় ধরে টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে সিরিয়ালটি। এত দিন অন্য কোনো সিরিয়াল ‘মিঠাই’-এর এই জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেনি।
তবে এবার ‘মিঠাই’-এর প্রতিপক্ষ এসে গেছে। জি বাংলার নতুন সিরিয়াল ‘সর্বজয়া’ শুরুর সপ্তাহেই দেখিয়েছে বড়সড় চমক। টিআরপির তালিকায় উঠে এসেছে সেরা তিনে।
এ সিরিয়াল দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। আশঙ্কা ছিল, এত দিন পর তাঁর অভিনয় দেখবেন কি না দর্শক। তবে দর্শকদের প্রতি সব সময়ই ভরসা ছিল দেবশ্রীর। সেই ভরসার প্রতিদান দেবশ্রী পেয়েছেন। এই সাফল্য পেয়ে দেবশ্রী ফেসবুকে লিখেছেন, ‘নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার প্রমাণিত হলো, দেবশ্রী রায় হারতে শেখেননি।’
তিনি বলেন, ‘সর্বজয়া করতে রাজি হয়েছিলাম কারণ চিত্রনাট্যটা ভালো লেগেছিল। সর্বজয়া একটি সরল মেয়ের চরিত্র। সে এই জটিল বাস্তবজীবনের সঙ্গে লড়াই করে কীভাবে এগিয়ে যাবে, তা নিয়েই সিরিয়ালের গল্প।’
‘সর্বজয়া’ সিরিয়ালে দেবশ্রীর সঙ্গে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে সিরিয়ালটি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে