গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তাঁরা আপনের চেয়ে আপন। বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পেশায় তিনি লেখক। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাঁকে অবিবাহিত জানলেও তাঁর গোপন-রহস্যটা ভিন্ন। এক কন্যাসন্তান আছে তাঁর। মাঝে মাঝেই লুকিয়ে তিনি মেয়েকে দেখতে যান। কন্যা অবশ্য বাবার পরিচয় জানে না। এখনো তাকে তার বাবার পরিচয় জানানো হয়নি। এই নিয়ে বড় ভাই গভীর কষ্টে থাকেন; কিন্তু কাউকে বুঝতে দেন না।
ছোট ভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। এই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। বড় ভাইয়ের আশ্রয়ে থাকে। রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। রিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। কঠিন প্রকৃতির এক মেয়ে রিনা। প্রতিদিনের হাসি-আনন্দের মধ্যেও একটা কষ্ট আছে, যা তার প্রেমিক জানে না।
রিনারা চার বান্ধবী একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে। সেখানে আছে মায়া, শিলু আর কচি নামের আরও তিন চরিত্র। কচির উদ্ভট আচরণে মায়া, শিলু সবাই অতিষ্ঠ। রিনা আর মায়ার আরও একটা পরিচয় আছে। তারা ‘দ্য নাটকস’ নামে একটা থিয়েটার দলে কাজ করে। এসব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোট ভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। মূল গল্পের বাইরেও চরিত্রগুলোর ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্প বোনাস দৃশ্য হিসেবে দেখানো হবে।
এটিএন বাংলায় আজ থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোট ভাই’। মাসুম রেজার রচনায় নাটকটি বানিয়েছেন সকাল আহমেদ।
গল্পটা দুই ভাইয়ের। আপন ভাই না হয়েও তাঁরা আপনের চেয়ে আপন। বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পেশায় তিনি লেখক। বয়স পঞ্চাশের কোঠায়। সবাই তাঁকে অবিবাহিত জানলেও তাঁর গোপন-রহস্যটা ভিন্ন। এক কন্যাসন্তান আছে তাঁর। মাঝে মাঝেই লুকিয়ে তিনি মেয়েকে দেখতে যান। কন্যা অবশ্য বাবার পরিচয় জানে না। এখনো তাকে তার বাবার পরিচয় জানানো হয়নি। এই নিয়ে বড় ভাই গভীর কষ্টে থাকেন; কিন্তু কাউকে বুঝতে দেন না।
ছোট ভাই নাট্যকলায় স্নাতকোত্তর করে নাটক লেখার চেষ্টা করছে। এই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। বড় ভাইয়ের আশ্রয়ে থাকে। রিনার প্রেমে হাবুডুবু খাচ্ছে সে। রিনা চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। কঠিন প্রকৃতির এক মেয়ে রিনা। প্রতিদিনের হাসি-আনন্দের মধ্যেও একটা কষ্ট আছে, যা তার প্রেমিক জানে না।
রিনারা চার বান্ধবী একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকে। সেখানে আছে মায়া, শিলু আর কচি নামের আরও তিন চরিত্র। কচির উদ্ভট আচরণে মায়া, শিলু সবাই অতিষ্ঠ। রিনা আর মায়ার আরও একটা পরিচয় আছে। তারা ‘দ্য নাটকস’ নামে একটা থিয়েটার দলে কাজ করে। এসব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘সাদাসিধে ছোটভাই’। কিছু কাল্পনিক চরিত্র নিয়ে ‘সাদাসিধে ছোট ভাই’ নাটকের গল্প এগিয়ে যাবে। মূল গল্পের বাইরেও চরিত্রগুলোর ছোট ছোট কিছু গল্প আছে। ধারাবাহিকের প্রতিটি পর্ব শেষে সেই ছোট ছোট গল্প বোনাস দৃশ্য হিসেবে দেখানো হবে।
এটিএন বাংলায় আজ থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক ‘সাদাসিধে ছোট ভাই’। মাসুম রেজার রচনায় নাটকটি বানিয়েছেন সকাল আহমেদ।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৫ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৭ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৭ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৭ ঘণ্টা আগে