সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘বাহার’-এর নতুন সিজন। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব দল। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না! এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সঙ্গে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে! বাহারের স্বপ্ন যা-ই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোন ম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোনো নতুন ষড়যন্ত্রে! শিরিনের এই ষড়যন্ত্রে কি যোগ দেবে পিরিল আর সুয়াতরাও! নাকি শিরিনের চেয়েও ভয়ংকর থাবা নিয়ে সার্প আর বাহারদের তাড়িয়ে বেড়াবে কোনো বিষাক্ত অতীত! জীবনমঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী হারাবে আরিফ, জেইদা আর ইয়েলিযরা! সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্বিতীয় সিজনে।
সিরিয়ালটির চরিত্র ও কণ্ঠাভিনেতার তালিকায় রয়েছে বাহার (মেরিনা মিতু), সার্প (শফিকুল ইসলাম), নিসান (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর), ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা) প্রমুখ।
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘বাহার’-এর নতুন সিজন। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব দল। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না! এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সঙ্গে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে! বাহারের স্বপ্ন যা-ই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোন ম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোনো নতুন ষড়যন্ত্রে! শিরিনের এই ষড়যন্ত্রে কি যোগ দেবে পিরিল আর সুয়াতরাও! নাকি শিরিনের চেয়েও ভয়ংকর থাবা নিয়ে সার্প আর বাহারদের তাড়িয়ে বেড়াবে কোনো বিষাক্ত অতীত! জীবনমঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী হারাবে আরিফ, জেইদা আর ইয়েলিযরা! সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে দ্বিতীয় সিজনে।
সিরিয়ালটির চরিত্র ও কণ্ঠাভিনেতার তালিকায় রয়েছে বাহার (মেরিনা মিতু), সার্প (শফিকুল ইসলাম), নিসান (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর), ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা) প্রমুখ।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৫ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৭ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৭ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৭ ঘণ্টা আগে