বিনোদন ডেস্ক, ঢাকা
যাঁরা নিয়মিত ওয়েব সিরিজ দেখেন, তাঁদের মধ্যে স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘মানি হাইস্ট’ দেখেননি এমন দর্শক পাওয়া কঠিন। চুরি করতে এসে কীভাবে সম্পর্কের জন্ম হয়, বিদ্রোহ হয়, প্রেম আসে, আর মৃত্যু ছুঁয়ে যায়, চোর-পুলিশের হিসাব মিলিয়ে হৃদয় জয়ের গল্পই এই সিরিজ। ২০১৭ সালে এই ক্রাইম ড্রামা তৈরি হয়েছিল স্পেনে। সে সময় একেবারেই চলেনি সিরিজটি।
প্রফেসর থেকে হেলসিঙ্কি—এঁদের কাউকেই তখন চিনত না দর্শক। সিরিজ শেষ করে তাই যে যাঁর জীবনে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতারা। তাঁরা নিজেরাও ভাবেননি একসময় এমন সাফল্য আসতে পারে!
পরবর্তী সময়ে নেটফ্লিক্স এই সিরিজ কিনে নেয়। অমন বড় আয়োজন করে প্রচারও করেনি নেটফ্লিক্স। শুধু তাদের সিরিজের লিস্টের এক কোনায় অবহেলায় পড়েছিল ‘মানি হাইস্ট’-এর প্রফেসর ও তাঁর দল। হঠাৎ করেই এই সিরিজ দেখতে শুরু করে দর্শক। ২০২০ থেকে দ্রুতই বাড়তে থাকে ‘মানি হাইস্ট’ সিরিজের ভিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে নানা কথা। রাতারাতি ১ হাজার থেকে অভিনেতাদের ভক্তের সংখ্যা কয়েক লাখ হয়ে যায়। জনপ্রিয়তার কারণেই নতুন আরও পর্বের শুটিং হয়। মোট চারটি সিজন তৈরি হয় ‘মানি হাইস্ট’ সিরিজের। তৃতীয় সিজনের শুরুর সময়ে পরিচালক নিজের শহরেই শুটিং করতে পারছিলেন না। ভক্তরা ঘিরে ধরেছিল।
সারা বিশ্বে ইংরেজি ছাড়া সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’। স্প্যানিশ অভিনেতা আলভারো মোরতে এই সিরিজে সার্জিও মারকুইনা বা প্রফেসরের চরিত্রে অভিনয় করেছেন। শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি একজন ফাইটার। তিনি একজন ক্যানসার সারভাইভার। কয়েক বছর আগে এই মরণব্যাধিকে হারিয়ে স্বমহিমায় কাজে ফিরেছেন। আলভারো পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ছাড়াও ইতজিয়ার ইতুয়াও বা ইন্সপেক্টর রেকেল, মিগুয়েল হেরেন বা রিও এবং জাইম লোরেট বা ডেনভার মূল চরিত্রে অভিনয় করছেন।
প্রচারের দ্বারপ্রান্তে ‘মানি হাইস্ট’-এর পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভাগে মুক্তি পাবে। এর মধ্যে প্রথম অংশ মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভাগ দেখা যাবে ৩ ডিসেম্বর। স্প্যানিশ ‘লা কাসা দে পাপেল’ বা ইংরেজি ‘মানি হাইস্ট’ দুই নামেই পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটি। যার মানে ‘অর্থ ডাকাতি’। সিরিজে ‘বেলা চাও’ বিপ্লবী গানটা কিন্তু ঐতিহাসিক! ১৯৪৩ থেকে ১৯৪৫ সালের ইতালীয় গৃহযুদ্ধের সময় প্রতিরোধ আর স্বাধীনতার এক অ্যান্টি-ফ্যাসিবাদী বিপ্লবী গান।
যাঁরা নিয়মিত ওয়েব সিরিজ দেখেন, তাঁদের মধ্যে স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘মানি হাইস্ট’ দেখেননি এমন দর্শক পাওয়া কঠিন। চুরি করতে এসে কীভাবে সম্পর্কের জন্ম হয়, বিদ্রোহ হয়, প্রেম আসে, আর মৃত্যু ছুঁয়ে যায়, চোর-পুলিশের হিসাব মিলিয়ে হৃদয় জয়ের গল্পই এই সিরিজ। ২০১৭ সালে এই ক্রাইম ড্রামা তৈরি হয়েছিল স্পেনে। সে সময় একেবারেই চলেনি সিরিজটি।
প্রফেসর থেকে হেলসিঙ্কি—এঁদের কাউকেই তখন চিনত না দর্শক। সিরিজ শেষ করে তাই যে যাঁর জীবনে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতারা। তাঁরা নিজেরাও ভাবেননি একসময় এমন সাফল্য আসতে পারে!
পরবর্তী সময়ে নেটফ্লিক্স এই সিরিজ কিনে নেয়। অমন বড় আয়োজন করে প্রচারও করেনি নেটফ্লিক্স। শুধু তাদের সিরিজের লিস্টের এক কোনায় অবহেলায় পড়েছিল ‘মানি হাইস্ট’-এর প্রফেসর ও তাঁর দল। হঠাৎ করেই এই সিরিজ দেখতে শুরু করে দর্শক। ২০২০ থেকে দ্রুতই বাড়তে থাকে ‘মানি হাইস্ট’ সিরিজের ভিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে নানা কথা। রাতারাতি ১ হাজার থেকে অভিনেতাদের ভক্তের সংখ্যা কয়েক লাখ হয়ে যায়। জনপ্রিয়তার কারণেই নতুন আরও পর্বের শুটিং হয়। মোট চারটি সিজন তৈরি হয় ‘মানি হাইস্ট’ সিরিজের। তৃতীয় সিজনের শুরুর সময়ে পরিচালক নিজের শহরেই শুটিং করতে পারছিলেন না। ভক্তরা ঘিরে ধরেছিল।
সারা বিশ্বে ইংরেজি ছাড়া সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’। স্প্যানিশ অভিনেতা আলভারো মোরতে এই সিরিজে সার্জিও মারকুইনা বা প্রফেসরের চরিত্রে অভিনয় করেছেন। শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি একজন ফাইটার। তিনি একজন ক্যানসার সারভাইভার। কয়েক বছর আগে এই মরণব্যাধিকে হারিয়ে স্বমহিমায় কাজে ফিরেছেন। আলভারো পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ছাড়াও ইতজিয়ার ইতুয়াও বা ইন্সপেক্টর রেকেল, মিগুয়েল হেরেন বা রিও এবং জাইম লোরেট বা ডেনভার মূল চরিত্রে অভিনয় করছেন।
প্রচারের দ্বারপ্রান্তে ‘মানি হাইস্ট’-এর পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভাগে মুক্তি পাবে। এর মধ্যে প্রথম অংশ মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভাগ দেখা যাবে ৩ ডিসেম্বর। স্প্যানিশ ‘লা কাসা দে পাপেল’ বা ইংরেজি ‘মানি হাইস্ট’ দুই নামেই পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটি। যার মানে ‘অর্থ ডাকাতি’। সিরিজে ‘বেলা চাও’ বিপ্লবী গানটা কিন্তু ঐতিহাসিক! ১৯৪৩ থেকে ১৯৪৫ সালের ইতালীয় গৃহযুদ্ধের সময় প্রতিরোধ আর স্বাধীনতার এক অ্যান্টি-ফ্যাসিবাদী বিপ্লবী গান।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
৭ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১৫ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১৫ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১৫ ঘণ্টা আগে