প্রথম সিজনের সাফল্যের পর দর্শকেরা উদগ্রীব ছিলেন দ্বিতীয় সিজন কবে আসবে তা নিয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজের দ্বিতীয় সিজন।
কোটা শহরের বিভিন্ন কোচিংয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আইআইটির উপযুক্ত করে তোলা ছেলেমেয়েদের গল্প বলেই দর্শকের মন জয় করে নিয়েছিল ‘কোটা ফ্যাক্টরি’ আর সিরিজের অন্যতম চরিত্র ‘জিতু ভাইয়া’। আগেরবারের মতো এই সিজনেও মুখ্য চরিত্রে থাকছে জিতু ভাইয়া ও বৈভব পান্ডে।
‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে বৈভব তার স্বপ্নের ইনস্টিটিউশন মহেশ্বরীতে সুযোগ পেয়েছে। কিন্তু তার প্রেমিকা বর্তিকা ব্যর্থ হয় মহেশ্বরীতে চান্স পেতে।
প্রেমিকার কথা ভেবে মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়ে দেয় বৈভব। সিট খালি হওয়ায় সেই সুযোগ আসে বর্তিকার কাছে। কিন্তু লাজুক বৈভব নিজের মনের কথা বর্তিকার কাছে বলার আগেই বর্তিকা জানায়, সে ভর্তি হচ্ছে মহেশ্বরীতে। মনে কষ্ট পায় বৈভব। বর্তিকাকে জানায়, তার জন্যই মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়েছে সে। কিন্তু বর্তিকার উত্তর, তার কাছে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়।
অন্যদিকে প্রডিজি ইনস্টিটিউশন থেকে ইস্তফা দেয় ছাত্রছাত্রীদের পছন্দের শিক্ষক জিতু ভাইয়া (জিতেন্দ্র কুমার)। নিজেই শুরু করে একটি কোচিং সেন্টার। প্রডিজির ছেলেমেয়েরা ভিড় করে জিতুর নতুন প্রতিষ্ঠানে। ক্ষতির মুখে পড়ে প্রডিজি। শুরু হয় দুই কোচিংয়ের দ্বন্দ্ব।
নতুন চমক রয়েছে দ্বিতীয় সিজনে। উদয় ও শিবাঙ্গীর সম্পর্কের ওপর জোর দেওয়া হবে এই সিজনে। আইআইটিতে যোগ দেওয়ার আগের মুহূর্তে মত বদলে, নিজের ব্যবসা শুরু করার কথা ভাবে উদয়।
দূরত্ব তৈরি হয় বৈভব ও বর্তিকার মাঝে। সিজনের শেষে প্রাধান্য পায় দুই বন্ধু বৈভব ও মীনা। দুজনই সুযোগ পায় আইআইটিতে। ভর্তি হয় একই কলেজে। কলেজে গিয়ে নতুন বন্ধু পায় বৈভব। তাঁদের সঙ্গে এক হয়ে মীনাকে হেয় করতে থাকে। বন্ধুত্ব দিয়ে যে গল্পের শুরু তার পরিণতি কী হবে তা-ই নিয়ে জন্ম নেয় নতুন সাসপেন্স।
অনেকের মতে, ‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের গল্পের সঙ্গে একটা জেনারেশন নিজেদের ভালো সংযোগ করতে পেরেছে। প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফের সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও কি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে? অপেক্ষা আর মাত্র কিছুদিন।
প্রথম সিজনের সাফল্যের পর দর্শকেরা উদগ্রীব ছিলেন দ্বিতীয় সিজন কবে আসবে তা নিয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজের দ্বিতীয় সিজন।
কোটা শহরের বিভিন্ন কোচিংয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে আইআইটির উপযুক্ত করে তোলা ছেলেমেয়েদের গল্প বলেই দর্শকের মন জয় করে নিয়েছিল ‘কোটা ফ্যাক্টরি’ আর সিরিজের অন্যতম চরিত্র ‘জিতু ভাইয়া’। আগেরবারের মতো এই সিজনেও মুখ্য চরিত্রে থাকছে জিতু ভাইয়া ও বৈভব পান্ডে।
‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে বৈভব তার স্বপ্নের ইনস্টিটিউশন মহেশ্বরীতে সুযোগ পেয়েছে। কিন্তু তার প্রেমিকা বর্তিকা ব্যর্থ হয় মহেশ্বরীতে চান্স পেতে।
প্রেমিকার কথা ভেবে মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়ে দেয় বৈভব। সিট খালি হওয়ায় সেই সুযোগ আসে বর্তিকার কাছে। কিন্তু লাজুক বৈভব নিজের মনের কথা বর্তিকার কাছে বলার আগেই বর্তিকা জানায়, সে ভর্তি হচ্ছে মহেশ্বরীতে। মনে কষ্ট পায় বৈভব। বর্তিকাকে জানায়, তার জন্যই মহেশ্বরীতে পড়ার সুযোগ ছেড়েছে সে। কিন্তু বর্তিকার উত্তর, তার কাছে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়।
অন্যদিকে প্রডিজি ইনস্টিটিউশন থেকে ইস্তফা দেয় ছাত্রছাত্রীদের পছন্দের শিক্ষক জিতু ভাইয়া (জিতেন্দ্র কুমার)। নিজেই শুরু করে একটি কোচিং সেন্টার। প্রডিজির ছেলেমেয়েরা ভিড় করে জিতুর নতুন প্রতিষ্ঠানে। ক্ষতির মুখে পড়ে প্রডিজি। শুরু হয় দুই কোচিংয়ের দ্বন্দ্ব।
নতুন চমক রয়েছে দ্বিতীয় সিজনে। উদয় ও শিবাঙ্গীর সম্পর্কের ওপর জোর দেওয়া হবে এই সিজনে। আইআইটিতে যোগ দেওয়ার আগের মুহূর্তে মত বদলে, নিজের ব্যবসা শুরু করার কথা ভাবে উদয়।
দূরত্ব তৈরি হয় বৈভব ও বর্তিকার মাঝে। সিজনের শেষে প্রাধান্য পায় দুই বন্ধু বৈভব ও মীনা। দুজনই সুযোগ পায় আইআইটিতে। ভর্তি হয় একই কলেজে। কলেজে গিয়ে নতুন বন্ধু পায় বৈভব। তাঁদের সঙ্গে এক হয়ে মীনাকে হেয় করতে থাকে। বন্ধুত্ব দিয়ে যে গল্পের শুরু তার পরিণতি কী হবে তা-ই নিয়ে জন্ম নেয় নতুন সাসপেন্স।
অনেকের মতে, ‘কোটা ফ্যাক্টরি’ সিরিজের গল্পের সঙ্গে একটা জেনারেশন নিজেদের ভালো সংযোগ করতে পেরেছে। প্রযোজনা প্রতিষ্ঠান টিভিএফের সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’ প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও কি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে? অপেক্ষা আর মাত্র কিছুদিন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৭ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৭ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১১ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৩ ঘণ্টা আগে