Ajker Patrika

ভারতের সবচেয়ে ব্যয়বহুল ওয়েব সিরিজ ‘এমপায়ার অব দ্য মুঘল’

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৭: ৪২
ভারতের সবচেয়ে ব্যয়বহুল ওয়েব সিরিজ ‘এমপায়ার অব দ্য মুঘল’

জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যাঁর তীক্ষ্ণ রণকৌশলের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন ইব্রাহিম লোদি। ঐতিহাসিক সেই চরিত্রেই এবার দেখা যাবে কুনাল কাপুরকে।

অ্যালেক্স রাদারফোর্ডের লেখা ‘এমপায়ার অব দ্য মুঘল’ উপন্যাস অবলম্বনে সিরিজটি প্রযোজনা করেছেন জাতীয় পুরস্কার পাওয়া নিখিল আদভানি। ২৭ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে আট পর্বের এই সিরিজটি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই সিরিজ নির্মাণে ব্যয় হয়েছে ১৩০ কোটি রুপি।

সিরিজে বাবরের দাদি এসান দৌলতের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমি। কাপুরসিরিজটি পরিচালনা করেছেন মিতাক্ষরা কুমার। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করা মিতাক্ষরা ১৫ বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বলিউডে। এর মধ্যে তিনি সঞ্জয়লীলা বনশালি, রোহান সিপ্পির মতো পরিচালকের সহকারী ছিলেন। মাঝে একটি ডকুমেন্টারি করলেও এটাই তাঁর প্রথম ফিকশন। নারী এই পরিচালকের প্রথম কাজ নিয়ে অধীর আগ্রহে আছেন অনেকেই।

মিতাক্ষরা বলেন, ‘মোগলদের প্রেমের গল্পই পর্দায় বেশি এসেছে। তবে এটা একটা ভিন্ন গল্প। ১৪ বছরের বাবরের যে জার্নিটা শুরু হয়, সেই থেকে গল্প শুরু। এটা একটা মানবিক গল্প। পরিবারের সঙ্গে বাবরের সম্পর্কের গল্প।’

‘এমপায়ার অব দ্য মুঘল’ সিরিজের অভিনয়শিল্পীরাসিরিজে জানা যাবে, কীভাবে শুরু হয়েছিল বাবরের জীবনের সফর। বাবরের চরিত্রে ওয়েব দুনিয়ায় অভিষেক হবে কুনাল কাপুরের। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুনাল বলেন, ‘আমি বইটি পড়েছিলাম কাজ শুরুর ছয় মাস আগে। নিখিল যখন বললেন, “কাজটা তোমার করতে হবে।” সেই দিন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি। বাবর এত প্রতাপের ছিলেন, কিন্তু তাঁর মানসিক অবস্থাটা কী ছিল, সেটা দেখানো হয়েছে সিরিজে।’

সিরিজে বাবরের দাদি এসান দৌলতের চরিত্রে অভিনয় করা শাবানা আজমি বলেন, ‘এই চরিত্র নিয়ে কোথাও তেমন কিছু বলা নেই। চিত্রনাট্য পড়ে আমি একটা ছবি পেয়েছি। সেভাবেই প্রস্তুতি নিতে হয়েছে। চরিত্রটায় অনেক ধাপ আছে, যা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।’

‘এমপায়ার অব দ্য মুঘল’ সিরিজে কুনাল কাপুর, ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই সিরিজ নির্মাণে ব্যয় হয়েছে ১৩০ কোটি রুপিবাবরের বড় বোন খানজাদা বেগমের চরিত্রে রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দ্রষ্টি ধামি। খল চরিত্র শেবানি খান হিসেবে অভিনয় করেছেন দিনো মোরিয়া। এ ছাড়া রয়েছেন রাহুল দেব, আদিত্য শিল, সাহের বাম্বার মতো অভিনেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত