দিলীপ কুমারের সাত
দিলিপ কুমার, যার আসল নাম ইউসুফ খান। অভিনয় জীবনে তো বটেই অবসরে যাওয়ার পরও কোনো ভারতীয় শিল্পী সম্ভবত এতো সম্মান, মর্যাদা আর পাননি। তাঁকে বলা হয়, ট্র্যাজেডি কিং। মুগল–ই–আজম চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে নিজেই এই তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি চমৎকার হৃদয়ের মানুষ ছিলেন বলেও স্বীকার