চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।
কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’
‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।
ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’
চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।
কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’
‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।
ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে