Ajker Patrika

প্রথম ছবিতেই মুগ্ধ করেছিলেন ডলি আনোয়ার

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৮: ১৯
প্রথম ছবিতেই মুগ্ধ করেছিলেন ডলি আনোয়ার

আজ অভিনেত্রী ডলি আনোয়ারের মৃত্যুদিন। ১৯৯১ সালের এই দিনে বিষপানে মারা যান তিনি। ডা. মোহাম্মদ ইব্রাহিম ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিমের সন্তান ডলি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

মাত্র ১৩ বছর বয়স থেকে মঞ্চনাটকের সঙ্গে জড়িত ছিলেন ডলি আনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের ‘একতলা দোতলা’ নাটকের মধ্য দিয়ে পর্দায় উপস্থিতি শুরু হয় তাঁর। বাংলাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’ দিয়ে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু। এই ছবির প্রধান চরিত্র জয়গুনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। জীবনযুদ্ধে এক লড়াকু নারীর নাম জয়গুন। এ ছবিতে তাঁর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

ডলি আনোয়ারমসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী নির্মিত ‘সূর্য দীঘল বাড়ী’তে অভিনয়ের জন্য ১৯৭৯ সালে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ডলি আনোয়ার অভিনীত দ্বিতীয় ছবি ‘দহন’ মুক্তি পায় ১৯৮৬ সালে। ১৯৮৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র ‘হুলিয়া’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত