এখনো ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ টিম। কাছে নেই বলে তো আর অভিনন্দন থেমে থাকে না। সামাজিক যোগাযোগমাধ্যমেই তারকারা প্রকাশ করছেন উচ্ছ্বাস, অভিনন্দন জানাচ্ছেন সাদ-বাঁধনদের।
অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, ‘বাঁধন, তোমার পুরো দলকে নিয়ে গর্বিত। ভবিষ্যতে এ রকম আরও ভালো খবর আশা করছি। তোমাকে একেবারে পরির মতো লাগছিল বাঁধন।’
নির্মাতা অমিতাভ রেজা লেখেন, ‘এগিয়ে যাও “রেহানা মরিয়ম নূর” টিম, এবার বিশ্বকে জানিয়ে দাও বাংলাদেশ আসছে।’
অভিনেত্রী রুনা খান লেখেন, ‘ইতিহাসের অংশ হবার জন্য একদম উপযোগী সাজসজ্জা। উড়ে যাও বন্ধু...উড়তে থাকো...শুধু পা–টা থাকুক মাটিতে। ১৬ তারিখে আরও সুখবর পাব। আনন্দে আমাদের চোখ আবারও ভেজাব...সেই অপেক্ষায় আছি। ভালোবাসা বন্ধু।’অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লেখেন, ‘তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ প্রিয়তম আজমেরি হক। কী সুন্দর!’
নির্মাতা চয়নিকা চৌধুরী লেখেন, ‘আমি দেখছিলাম একজন যোদ্ধাকে। ভয়ংকর ঝড় আর প্রতিকুলতার মাঝে এই মানুষটি কী করে, কেমন করে নিজের বুদ্ধি, ব্যক্তিত্ব, চেষ্টা আর কাজ দিয়ে প্রমাণ করে দিলেন সারা বিশ্বে তিনি আর তাঁর পরিচালক, তাঁর পুরো টিম আমার দেশের গর্ব। তোমার চোখের জল বুঝিয়ে দিয়েছে তুমি বাঙালি। স্যালুট।’
অভিনেত্রী অপি করিম লেখেন, ‘একজন সত্যিকারের যোদ্ধা। এগিয়ে যাও। বাঁধন, তুমি আমাদের গর্ব। আমাদের অনুপ্রেরণা।’
চিত্রনায়ক নিরব লেখেন, ‘এভাবে বিশ্ব সিনেমা অঙ্গনে ছড়িয়ে পড়ুক আমাদের সিনেমা। বিশ্ববাসী আলোচনা করুক আমাদের সিনেমা নিয়ে। শুভকামনা “রেহানা মরিয়ম নূর” টিমকে।’
এখনো ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ টিম। কাছে নেই বলে তো আর অভিনন্দন থেমে থাকে না। সামাজিক যোগাযোগমাধ্যমেই তারকারা প্রকাশ করছেন উচ্ছ্বাস, অভিনন্দন জানাচ্ছেন সাদ-বাঁধনদের।
অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, ‘বাঁধন, তোমার পুরো দলকে নিয়ে গর্বিত। ভবিষ্যতে এ রকম আরও ভালো খবর আশা করছি। তোমাকে একেবারে পরির মতো লাগছিল বাঁধন।’
নির্মাতা অমিতাভ রেজা লেখেন, ‘এগিয়ে যাও “রেহানা মরিয়ম নূর” টিম, এবার বিশ্বকে জানিয়ে দাও বাংলাদেশ আসছে।’
অভিনেত্রী রুনা খান লেখেন, ‘ইতিহাসের অংশ হবার জন্য একদম উপযোগী সাজসজ্জা। উড়ে যাও বন্ধু...উড়তে থাকো...শুধু পা–টা থাকুক মাটিতে। ১৬ তারিখে আরও সুখবর পাব। আনন্দে আমাদের চোখ আবারও ভেজাব...সেই অপেক্ষায় আছি। ভালোবাসা বন্ধু।’অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লেখেন, ‘তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ প্রিয়তম আজমেরি হক। কী সুন্দর!’
নির্মাতা চয়নিকা চৌধুরী লেখেন, ‘আমি দেখছিলাম একজন যোদ্ধাকে। ভয়ংকর ঝড় আর প্রতিকুলতার মাঝে এই মানুষটি কী করে, কেমন করে নিজের বুদ্ধি, ব্যক্তিত্ব, চেষ্টা আর কাজ দিয়ে প্রমাণ করে দিলেন সারা বিশ্বে তিনি আর তাঁর পরিচালক, তাঁর পুরো টিম আমার দেশের গর্ব। তোমার চোখের জল বুঝিয়ে দিয়েছে তুমি বাঙালি। স্যালুট।’
অভিনেত্রী অপি করিম লেখেন, ‘একজন সত্যিকারের যোদ্ধা। এগিয়ে যাও। বাঁধন, তুমি আমাদের গর্ব। আমাদের অনুপ্রেরণা।’
চিত্রনায়ক নিরব লেখেন, ‘এভাবে বিশ্ব সিনেমা অঙ্গনে ছড়িয়ে পড়ুক আমাদের সিনেমা। বিশ্ববাসী আলোচনা করুক আমাদের সিনেমা নিয়ে। শুভকামনা “রেহানা মরিয়ম নূর” টিমকে।’
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১০ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১১ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১১ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে