বিনোদন প্রতিবেদক
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
৫ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
৫ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
৫ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
৫ ঘণ্টা আগে